কৃষি সমৃদ্ধি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সরকারিভাবে ৫০ শতাংশ ভর্তুকিতে ধান কাটা-মাড়াই ও বস্তাবন্দ্বী করণে ৫টি কমবাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৪ জুন) বিকালে উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন কৃষকের মাঝে একটি করে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়।
চলতি অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা ( ভূর্তুকি) কার্যক্রমের আওতায়
শ্রীবরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই ৫ জন কৃষকের মাঝে একটি করে বাংলা মার্ক লিমিটেড ও আদি এন্টার প্রাইজ লিমিটেড এর হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন। হারভেষ্টার মেশিনপ্রাপ্ত কৃষকরা হলেন, উপজেলার উলুকান্দা গ্রামের কৃষক সায়েব আলীর ছেলে জসিম উদ্দিন ও দষ্টিপাড়া গ্রামের কৃষক গিয়াস উদ্দিনের ছেলে ছাবেদ আলীসহ ৫ জন।
হারভেষ্টার মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) রেজুয়ান ইফতেকার, উপজেলা কৃষি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুনসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষকসহ বাংলা মার্ক লিমিটেড ও আদি এন্টার প্রাইজ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ্ব।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, এই কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দ্বী একই সাথেই হবে। এতে কৃষকেরা একর প্রতি কমপক্ষে ৫ হাজার টাকা সাশ্রয় পাবে। অপরদিকে শ্রমিক সংকটের দুশ্চিতার অবসান হবে। এছাড়াও দ্রুত সময়ে কম খরচে ক্ষেতের ধান ও খড় ঘরে তুলতে পারবে কৃষকেরা।