নোয়াখালীতে কীটনাশক দিয়ে গাছ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ: ১৬ লাখ ক্ষয়ক্ষতি
আজিজ আহমেদ,নোয়াখালী
|
নোয়াখালীতে কীটনাশক দিয়ে গাছ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ: ১৬ লাখ ক্ষয়ক্ষতি মায়া নার্সারির মালিক মফিজুর রহমান বলেন, দোকানে ক্যারম খেলতে বাধা দেওয়ায় কারনে মফিজুর রহমান ৬০ শতাংশ জমিতে গড়ে তোলা নার্সারির ৭৫ হাজার চারা গাছ বিষাক্ত কেমিকেল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আবদুর রহিম বলেন, আমার বাবা মফিজুর রহমানের স্থানীয় মহিউদ্দিন মিয়ার সমাজ জামে মসজিদের সভাপতি। শুক্রবার এলাকার দোকানে ক্যারাম খেলতে দেখে তিনি এটা বন্ধের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রাজ্জাক সফি মেস্তুরির ছেলে আবদুল হামিদ তার সহযোগী মহিউদ্দিন ও সুমন গালমন্দ ও হুমকি দেন। পরে একই রাতে কীটনাশক দিয়ে আমাদের মায়া নার্সারির ৭৫ হাজার গাছ পুড়িয়ে দিয়েছে। জানতে চাইলে অভিযুক্ত আবদুল হামিদ বলেন, আমরা এ ঘটনায় জড়িত নই। আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে অভিযোগ করা হচ্ছে। মিথ্যা রটানো হচ্ছে। কে বা কারা এমন করেছে সেটা আমরাও জানি না। গাছ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আমরাও বিচার চাই। রোববার দুপুরে উপজেেলা কৃষি অফিসার মোশরেফুল হাসান ও উপ সহকারী সাবি্বর আহমেদ সহ প্রতিনিধি দল ঘটনার স্থান পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত কৃৃষকের সকল ধরনের সহয়তা করার আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় মফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় সাত জনের নাম উলেখ্য করে একটি অভিযোগ দায়ের করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |