সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মাকসুদ, সম্পাদক সেলিম
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Monday, 3 June, 2024, 6:48 PM
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মাকসুদ, সম্পাদক সেলিম
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ইং প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। শনিবার (১জুন) সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার লেখক, সাংবাদিক ফারুক আল ফয়সাল, সহকারী নির্বাচন কমিশনার নান্টু বিহারী চক্রবর্তী ও মাহবুবুল হাসানের সার্বিক সহযোগিতায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, ভোট গণনা শেষে সভাপতি পদে মাকসুদ আলম ১১ ভোট, মোশারফ হোসেন সুমন ১১ ভোট, সমান ভোট পাওয়ার কারণে সবার সম্মতি কমে লটারির মাধ্যমে মাকসুদ আলম বিজয়ী হন, সিনিয়র সহ-সভাপতি পদে ৯ টি ভোট, সহ-সভাপতি পদে ৭টি ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতমো প্রতিদ্বন্দ্বী ইয়াসিন শরীফ অনিক ৩ টি ভোট আলাউদ্দিন পারভেজ লিটন ৩ টি ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে সেলিম মিয়া ১৩ টি ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতমো প্রতিদ্বন্দ্বী মাসুদ করিম ৯টি ভোট পেয়ে পরাজিত হন, বিনা প্রতিদ্বন্দ্বিতা যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শাহ পরান, সাংগঠনিক সম্পাদক পদে নূর মোহাম্মদ সবুজ, কোষাধক্ষ্য পদে এম এ রহমান, দপ্তর সম্পাদক পদে হানিফ রানা, কার্যকারী নির্বাহী সদস্য পদে নজরুল ইসলাম এরশাদ কে নির্বাচিত ঘোষণা করা হয়।
ক্লাবের ২৯ জন সদস্যদের মধ্যে থেকে যাচা বাছাই করে ২২ জনের ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
সকাল থেকে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনন্দঘন পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন সম্পূর্ণ হয়।
অত্র নির্বাচনে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিল সহ জেলা উপজেলার সাংবাদিক ও সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।