ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
ঘূর্ণিঝড় রেমাল: এনজিওর কিস্তি বন্ধের দাবীতে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বারকলিপি
সোহেল রানা বাবু,বাগেরহাট
প্রকাশ: Monday, 3 June, 2024, 6:46 PM

ঘূর্ণিঝড় রেমাল: এনজিওর কিস্তি বন্ধের দাবীতে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বারকলিপি

ঘূর্ণিঝড় রেমাল: এনজিওর কিস্তি বন্ধের দাবীতে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বারকলিপি

ঘূর্ণিঝড় রেমাল তান্ডবে ক্ষতবিক্ষত দুর্গত মোংলায় এনজিওর ঋনের কিস্তি আদায় বন্ধ ও সুদ মওকুফের দাবীতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসুচি পালন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বারকলিপি দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে মোংলা সহ সুন্দরবন উপক'লীয় এলাকার মানুষের ঘরবাড়ি। ভেসে যায় কয়েক হাজার মাছের ঘের, পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় মৎস্য চাষি ও প্রান্তিক কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে। কারণ তারা প্রায় সবাই ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋন নিয়ে ফসল ও মাছ চাষের পেছনে লগ্নি করেন। আর সেই সকল মাছ ও ফসল প্রলংকারী ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ভাসিয়ে নিয়ে গেছে কৃষক ও মৎস্য চাষিদের স্বপ্ন। এতে দিশেহারা হয়ে পড়েছে তারা।

এ অবস্থায় ঋনের কিস্তির টাকা ৬ মাসের জন্য স্থাগিত ও সুদ মওকুফের দাবিতে সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করেন তারা। উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ তরিকুল ইসলাম নির্বাহী কর্মকর্তার পক্ষে এ স্বারকলিপি গ্রহন করেণ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হেসেন ও ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার ও কাউন্সিলর শরিফুল ইসলাম সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status