কিশোরগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ সদর থানাধীন লতিবাবাদ পূর্বচরপাড়া সাকিনস্থ আসামি মাহাবুব আলম এর বসতঘরের সামনে তার খালু মো: রফিকুল ইসলাম এর টিনের ছাপড়া ঘরে অভিযান পরিচালনা করে আসামি ১। শাহিন আলম (৩৩), পিতা-মৃত লাল মিয়া , সাং-আচারগাও নাথপাড়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ ২। বিল্লাল মিয়া (৩০), পিতা-মো: আ: করিম মিয়া, সাং-গাইটাল নামাপাড়া ৩। জুয়েল মিয়া (৩০), পিতা-আবু বক্কার, সাং-সগড়া দক্ষিণপাড়া ৪। আওলাদ হোসেন সাগর (২৬), পিতা-কামাল উদ্দিন, সাং-লতিবাবাদ পূর্বচরপাড়া ৫। মাহাবুব আলম (২২), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-লতিবাবাদ পূর্বচরপাড়া সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |