এবার গয়েশ্বরের বেয়াই নিতাই রায়কে খাওয়ালেন ডিবির হারুন
নতুন সময় ডেস্ক
|
![]() এবার গয়েশ্বরের বেয়াই নিতাই রায়কে খাওয়ালেন ডিবির হারুন মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কাজে ডিবি কার্যালয়ে গেলে ডিবিপ্রধান তাকে মধ্যাহ্নভোজ করান। সূত্র জানায়, ব্যক্তিগত কাজে দুপুরে ডিবি অফিসে যান নিতাই রায় চৌধুরী। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন। পরে দুই জনে একসঙ্গে দুপুরের খাবার খান। খাবার মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ডিবিপ্রধান নিজে হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করেন। এর আগে ২৯ জুলাই ডিবিতে হরেকপদের খাবার দিয়ে আথিতেয়তা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। এরপর অবশ্য আরও অনেককে আপ্যায়ন করতে দেখা যায় ডিবি কার্যালয়ে। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলসহ ট্রল, মিম চলতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বলা হয়,ডিবির কার্যালয় ভাতের হোটেল। এই কটাক্ষের কড়া জবাবও দিয়েছেন হারুন অর রশীদ। গত ২৮ আগস্ট নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হবো না। এটা আমাদের মানবিক দিক।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |