ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যান ৬’ সমাপ্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 August, 2023, 6:51 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যান ৬’ সমাপ্ত

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যান ৬’ সমাপ্ত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হল দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যান৬’। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এন্ড কমিউনিকেসন্স বিভাগ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে ৫ এবং ৬ আগস্ট ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গবেষণাভিত্তক কাজকে সামনে রেখে ২০১৮ সালে এই সম্মেলনের উদ্ভাবন করেন মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশনের প্রফেসর ড. অম্বোরীশ সাক্সেনা। সম্মেলনের মূল বিষয়বস্তু হিসেবে ছিল গণমাধ্যম এবং যোগাযোগ, এজেন্ডা নির্ধারণে গণমাধ্যমের ভূমিকা, প্রযুক্তিগত অগ্রগতি, পেইড নিউজ, ফেক নিউজ, মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট-চেকিং ইত্যাদি।

সম্মেলনে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিরেলন ভারতের মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অব জেএমসির ভাইস চ্যান্সেলর ড. কুমার গোবিন্দ সুরেশ, ফরিদাবাদ এমআরআইআইআরএস-এর অধ্যাপক এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের ডিন ড. মৈথিলি গাঞ্জু, দিল্লি মেট্রোপলিটন এডুকেশন-এর মিডিয়া স্কুলের অধ্যাপক ড. অম্বরীশ সাক্সেনা, ড. সুস্মিতা বালা ও আশিস চ্যাটার্জি। এছাড়াও এই সেক্টরে ভারতের অন্যান্য বিশিষ্ট গবেষক এবং পেশাদার ব্যক্তিরা সম্মেলনে যোগ দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের অধ্যাপক গোলাম রহমান, বিচভাগীয়  প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং উপদেষ্টা উজ্জ্বল কে চৌধূরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. লিজা শারমিন প্রমুখ।

সম্মেলনের প্রথম দিনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি একটি কারিগরি অধিবেশন আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। গবেষণা পদ্ধতির ওপর শিক্ষার্থীদের জন্যে একটি মাস্টার ক্লাসেরও আয়োজন করা হয়েছে এ সম্মেলনে।  সম্মেলনের দ্বিতীয় দিনে, দক্ষিণ এশীয় দৃষ্টিকোণ থেকে গবেষণার পাশাপাশি অন্যান্য কার্যক্রমের উপর একটি তথ্যবহুল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, গবেষক, শিক্ষাবিদ এবং ভবিষ্যতে গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ, অর্ন্তদৃষ্টি বিনিময় এবং গবেষণা সম্পর্কে উদ্ভাবনী ধারণাগুলি অন্বেষণে আইক্যান৬ সম্মেলন একটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

অধিবেশন শেষে অতিথিরা ক্যাম্পাস ঘুরে দেখেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status