ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
দেশের একডজন ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারদের হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 August, 2023, 12:44 AM

দেশের একডজন ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারদের হামলা

দেশের একডজন ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারদের হামলা

সাইবার হামলার হুমকির পর সতর্কতা অবলম্বন করেছে সরকার। কিন্তু এরই মধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইটে হামলার ঘটনা ঘটছে। শুক্রবার ওই সতর্কতা জারির পর ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ওয়েবসাইটে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) হামলা হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে দেশের ডজনখানেক প্রতিষ্ঠান তাদের কাছে সাইবার হামলা-সংক্রান্ত প্রযুক্তি সহায়তা ও পরামর্শ চেয়েছে।

হ্যাকার গ্রুপ ‘হ্যাকটিভিস্ট’ আগামী ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে বলে শুক্রবার সতর্কতা জারি করে সার্ট। 

এতে বলা হয়, তিন ধরনের সাইবার হামলা হতে পারে। এগুলো হলো– ডিডস, ওয়েবসাইট হ্যাক (ইনজেকশন) এবং সার্ভার নিয়ন্ত্রণে নেওয়া। ডিডসের ক্ষেত্রে বট সফটওয়্যার ব্যবহার করে সাইট ডাউন করে দেওয়া হয়। হ্যাকার গ্রুপটি নিজেদের ভারতীয় বলে দাবি করে।

গত তিন দিনে দেশের ৭-৮ সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিডস আক্রমণ হয়েছে বলে জানিয়েছে সার্ট। এতে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অচল থাকে। সার্ট জানিয়েছে, এসব আক্রমণ কোথা থেকে এবং কারা চালিয়েছে, তা খোঁজা হচ্ছে। ১৫ আগস্ট হামলার হুমকিদাতারাই ডিডস আক্রমণ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সার্ট আরও জানায়, গত সাত বছরে প্রায় ৫ হাজার ৫৭৬টি সাইবার হামলার ঘটনা তারা নথিভুক্ত করেছে। সরকারি সংস্থা, নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর্থিক, সামরিক, শিল্প, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতকে লক্ষ্য করে ওই সব হামলার ঘটনা ঘটে।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও ডিকোডস ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দিন বলেন, সরকারি অনেক ওয়েবসাইটের নিরাপত্তা খুবই দুর্বল। এর মূল কারণ অসচেতনতা ও অবহেলা। ফলে সহজেই ওই সব সাইট হামলার শিকার হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status