|
ইংল্যান্ড থেকে পড়াশোনা করেও ইংরেজি ভুল উচ্চারণ নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল
নতুন সময় ডেস্ক
|
![]() ইংল্যান্ড থেকে পড়াশোনা করেও ইংরেজি ভুল উচ্চারণ নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঈদের বিশেষ টক শো ‘ঈদ কার্ণিভাল’ এসেছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। সেখানে তিনি নিজের সিনেমায় অভিনয়, প্রযোজনাসহ আরও নানান বিষয়ে আলাপ করেন। অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়, ইংরেজি বলা নিয়ে মানুষ নানাভাবেই ট্রল করে আপনাকে। বিষয়টি কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন বোধহয় এই বিষয়টি নেই। এটা প্রথম দিকে ছিল। কারণ, ধরেন আমি ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত ম্যানচেস্টারে বিবিএ করেছি। ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছি। আমার কোম্পানি তো সেই ১৯৯৬ থেকেই ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা করে। এখন আমার যে কথা বলার স্টাইল ছিল তা এখনকার যুগে এসে মিলে গেছে।’ অনন্ত জলিলতিনি আরও বলেন, ‘মানে বোঝাতে চাচ্ছি তখন যেভাবে ইংরেজি বলতাম ঠিকভাবে কেউ বুঝতো না। এমনকি আমার বন্ধু-বান্ধবরাও খোঁচা মেরে বলত, আরে ইংল্যান্ডে গিয়ে কি সব ইংরেজি বলা শুরু করছিস। এখন বাইরের দেশে সবাই যেভাবে ইংরেজি বলে আমিও কি সেভাবে বলতে পারি কিংবা বলব। এটা তো আমার ভাষা না। আমি একটা ভাষা শিখে কথা বলছি। এখন আসলে আমার কথা কে কীভাবে নিচ্ছে সেটাই হচ্ছে বিষয়। ইন্টারনেটের যুগে এখন ঠিক সবই ঠিক আছে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
