|
এমপি এনামুল হকের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে নেতাকর্মীর ঢল
নতুন সময় প্রতিনিধি
|
![]() এমপি এনামুল হকের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে নেতাকর্মীর ঢল রবিবার সকাল থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ঢল নামে নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের। গ্রামের বাড়িতে এবারের ঈদ-উল-ফিতর উদ্যাপন করায় ঈদের নামাজের পর থেকেই নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। ঈদের পরদিন এসে ইঞ্জিনিয়ার এনামুল হকের বাসায় নেতাকর্মীর উপস্থিতি ছিলো ব্যাপক। এদিকে ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে আসা প্রত্যককে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে সেমাই খেতে দেয়া হয়। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়াম লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা , ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
