তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 5:50 PM
তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এমন প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। একই সাথে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।
এ উপলক্ষে শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মোখলেসুর রহমান, আজিজুল হক, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, রোভার স্কাউটস, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে নাহিদা আক্তার নামের নারী উদ্যোক্তাকে অদম্য নারী সম্মাননা তুলে দেন। এই সম্মাননা নারীর ক্ষমতায়ন ও সফলতায় অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং বেগম রোকেয়া দিবস পালনের এই উদ্যোগগুলো সমাজে দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি নারী নির্যাতন রোধ ও নারীর ক্ষমতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।