মহালছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : মানববন্ধন ও আলোচনা সভায় ঐক্যের আহ্বান
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Tuesday, 9 December, 2025, 5:44 PM
মহালছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : মানববন্ধন ও আলোচনা সভায় ঐক্যের আহ্বান
ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতিকে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন মহালছড়ি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ শাহজাহান পাটোয়ারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আবু রায়হান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মহালছড়ির তিন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, প্রেসক্লাবের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মহালছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : মানববন্ধন ও আলোচনা সভায় ঐক্যের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন, “দুর্নীতি একটি দেশের উন্নয়নকে থামিয়ে দেয়, জনগণের অধিকারকে ক্ষুণ্ন করে। তাই দুর্নীতিকে ‘না’ বলার চর্চা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে শুরু করতে হবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। প্রশাসন সর্বদা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া এই যুদ্ধ জয় করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মধ্যে সততার চর্চা বাড়াতে নিয়মিত সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
মহালছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের মধ্য দিয়ে উপজেলার সর্বস্তরের মানুষ আবারও এক কণ্ঠে ঘোষণা করেন—“দুর্নীতি নয়, সততার পথে এগিয়ে যাবে বাংলাদেশ।”