|
আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি নেতা সেলিম, রেজাউল, ফুল মিয়া, শাকিল, ডালিম, ঠান্ডু মাতবর, শাহীন মেম্বার, বাকিয়ার, সারেজান মাতব্বর, ইমরান ফকিরসহ স্থানীয় ও আশপাশের এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী এবং পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। লিফলেটে উল্লেখ করা হয়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার সুযোগ দিন। তিনি গরিব-দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। লিফলেট বিতরণের সময় মোঃ কামরুল ইসলাম খাজা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাকে আবারও সংসদে পাঠাতে টগরবন্দ ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের কাছে পৌঁছাচ্ছি, আর জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নেতাকর্মীরা জানান, বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার সর্বস্তরের জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন বলে তারা আশাবাদী। তাদের বিশ্বাস, খন্দকার নাসিরুল ইসলাম পুনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
