ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২
আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Monday, 8 December, 2025, 8:03 PM

আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-১ আসনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নে দলীয় সমর্থন বাড়াতে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। টগরবন্দ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম খাজার নেতৃত্বে চরডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি নেতা সেলিম, রেজাউল, ফুল মিয়া, শাকিল, ডালিম, ঠান্ডু মাতবর, শাহীন মেম্বার, বাকিয়ার, সারেজান মাতব্বর, ইমরান ফকিরসহ স্থানীয় ও আশপাশের এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী এবং পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

লিফলেটে উল্লেখ করা হয়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার সুযোগ দিন। তিনি গরিব-দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর।

লিফলেট বিতরণের সময় মোঃ কামরুল ইসলাম খাজা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাকে আবারও সংসদে পাঠাতে টগরবন্দ ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের কাছে পৌঁছাচ্ছি, আর জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নেতাকর্মীরা জানান, বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার সর্বস্তরের জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন বলে তারা আশাবাদী। তাদের বিশ্বাস, খন্দকার নাসিরুল ইসলাম পুনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আলমগীর কবির, আলফাডাঙ্গা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status