ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 November, 2025, 8:09 PM

টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার

টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার

টিকটক ব্যবহারকারীদের সচেতন ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে নতুন ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি। নিরাপত্তা ও কমিউনিটি গাইডলাইনকে গুরুত্ব দিয়ে আনা এই আপডেটে রয়েছে স্ক্রিন টাইম ম্যানেজমেন্টের উন্নত সংস্করণসহ একাধিক সুবিধা।

নতুন ফিচারের আওতায় প্রতিদিনের উদ্দেশ্য নির্ধারণে ব্যবহারকারীরা ১২০টির বেশি অ্যাফারমেশন কার্ড ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যুক্ত হয়েছে সাউন্ড জেনেরেটর, যেখানে বৃষ্টি, ঢেউ ও হোয়াইট নয়েজের মতো প্রশান্তিদায়ক শব্দ পাওয়া যাবে। রয়েছে ব্রিদিং এক্সারসাইজও, যা মানসিক প্রশান্তিতে সহায়ক হবে।

এছাড়া দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস তৈরিতে যোগ করা হয়েছে চারটি নতুন ওয়েল-বিয়িং মিশন। এর মধ্যে রয়েছে আট সপ্তাহের স্লিপ আওয়ারস মিশন, দৈনিক স্ক্রিন টাইম ব্যাজ, সাপ্তাহিক স্ক্রিন টাইম রিপোর্ট এবং অন্যদের সচেতন করতে ওয়েল-বিয়িং অ্যাম্বাসেডর মিশন।

ডিজিটাল ওয়েলনেস ল্যাব ও টিকটকের গবেষণার ভিত্তিতে তৈরি ফিচারগুলো ব্যবহারকারীদের মানসিক সুস্থতা ও সময় ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটির প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status