|
টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
নতুন সময় ডেস্ক
|
![]() টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার নতুন ফিচারের আওতায় প্রতিদিনের উদ্দেশ্য নির্ধারণে ব্যবহারকারীরা ১২০টির বেশি অ্যাফারমেশন কার্ড ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যুক্ত হয়েছে সাউন্ড জেনেরেটর, যেখানে বৃষ্টি, ঢেউ ও হোয়াইট নয়েজের মতো প্রশান্তিদায়ক শব্দ পাওয়া যাবে। রয়েছে ব্রিদিং এক্সারসাইজও, যা মানসিক প্রশান্তিতে সহায়ক হবে। এছাড়া দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস তৈরিতে যোগ করা হয়েছে চারটি নতুন ওয়েল-বিয়িং মিশন। এর মধ্যে রয়েছে আট সপ্তাহের স্লিপ আওয়ারস মিশন, দৈনিক স্ক্রিন টাইম ব্যাজ, সাপ্তাহিক স্ক্রিন টাইম রিপোর্ট এবং অন্যদের সচেতন করতে ওয়েল-বিয়িং অ্যাম্বাসেডর মিশন। ডিজিটাল ওয়েলনেস ল্যাব ও টিকটকের গবেষণার ভিত্তিতে তৈরি ফিচারগুলো ব্যবহারকারীদের মানসিক সুস্থতা ও সময় ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটির প্রত্যাশা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
