|
টেকনাফে নোয়াহতে মিললো ২ কোটি ১০ লাখ টাকার ইয়াবা, পাচারকারী আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফে নোয়াহতে মিললো ২ কোটি ১০ লাখ টাকার ইয়াবা, পাচারকারী আটক বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা উপজেলার হোয়াইক্যং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির বনেটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে।” জব্দ করা মাদক, গাড়ি ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
