ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
সুশাসন প্রতিষ্ঠা ও গুজব প্রতিরোধে তিন উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 6:34 PM

সুশাসন প্রতিষ্ঠা ও গুজব প্রতিরোধে তিন উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

সুশাসন প্রতিষ্ঠা ও গুজব প্রতিরোধে তিন উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

সুশাসনের অর্থ নির্ভুল,দক্ষ কার্যকরী শাসন। সুশাসনের জন্য রাষ্ট্রের ন্যায়পরায়ণ আচরণ। আর সুশাসনের জন্য খুবই বেশি প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম।একটি দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অন্যতম। দেশে গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই গণমাধ্যমকর্মীদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। 

সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই। দেশের সুশাসন নিশ্চিতে গণমাধ্যম কর্মী সহ মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ভাবে কাজ করে যেতে হবে।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) কতৃক আয়োজিত এবং কাপ্তাই উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহযোগিতায় বুধবার (৫ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরী হলরুমে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন একথা বলেন।

এসময় তিনি আরো বলেন,বর্তমান সময়ে যেই হারে গুজব ছড়াচ্ছে তাই সকলকে বিবেক দিয়ে কাজ করতে হবে। কোন তথ্য পেয়ে নিশ্চিত না হয়ে কিংবা সত্যতা না নিয়ে কখনো সরাসরি প্রচার করা যাবেনা। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) মোঃ সাঈদ হাসান। 

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী,তথ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইন।

উক্ত মতবিনিময় সভায় কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ,সরকারি কর্মকর্তা এবং  কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status