|
সাতক্ষীরা-৪ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন আলফাত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরা-৪ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন আলফাত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন এর নাম ঘোষণা করেছে দলটি। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ৯১ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি গণসংহতি আন্দোলন সমন্বয় করে নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন-গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেল, সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
