|
জাবি অধ্যাপকের নামে জামায়াত নেতার মানহানির মামলা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাবি অধ্যাপকের নামে জামায়াত নেতার মানহানির মামলা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ক্ষোভ মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ২০২৪ খ্রিষ্টাব্দের গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন চাপ সৃষ্টি ও ভিন্নমত দমনের প্রবণতা উদ্বেগজনক। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই ধরনের কর্মকাণ্ডের তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের অপরিহার্য উপাদান। তাই অধ্যাপক খান তাঁর স্বাধীন মত প্রকাশের কারণে হয়রানির শিকার হবেন না এই প্রত্যাশা করছি। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. শামছুল আলম বলেন, অধ্যাপক নাহরিন ইসলাম খান একটি টকশোতে গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে কিছু বক্তব্য দেন। সেখানে তিনি কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি। কিন্তু সেটিকে ইস্যু করে একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এটা তারা করতে পারেন না। কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে পাল্টা মতামত দেওয়া যেত, কিন্তু মামলা করা মানে স্বাধীনভাবে কথা বলার পথ রুদ্ধ করা। উল্লেখ্য, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয় । মামলার বাদী অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি। এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা কোনো ধরনের ভাঙচুর বা আর্থিক ক্ষতিসাধন করেননি। ফলে সাধারণ জনগণসহ আওয়ামী লীগের অনেক সমর্থক তাঁদের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। এমন অবস্থায় একটি মহল অসৎ উদ্দেশ্যে তাঁকে ও জামায়াতে ইসলামীকে নির্বাচনে পরাজিত করার লক্ষ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেছে। বাদী আরও বলেন, ঘটনার তারিখে ও সময়ে গাজী টিভির ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড, টাইমলাইন বাংলাদেশ’ অনুষ্ঠানে সঞ্চালক কাজী জেসিনের পরিচালনায় ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘জামায়াতের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি বলেছেন, ৫ আগস্ট আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন, তাঁদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক।’ ড. নাহরিন ইসলাম খানের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও জামায়াতে ইসলামীর নীতি-নৈতিকতার পরিপন্থী দাবি করে এজাহারে জাহিদুল ইসলাম বলেন, তিনি কখনো এমন বক্তব্য দেননি। এ মিথ্যা মন্তব্যের মাধ্যমে আসামি তাঁর ও তাঁর দলের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং দেশ-বিদেশে জামায়াতপন্থী মানুষকে মর্মাহত করেছেন। এ ঘটনায় দলীয় নেতাদের সঙ্গে পরামর্শক্রমে মামলা করতে দেরি হয়েছে। জাহিদুল ইসলাম এজাহারে আরও বলেন, ‘আমার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যে মন্তব্য করেছেন, সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। আমি কখনো এমন কথা বলিনি। এতে আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আমি মামলাটি করেছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো উত্তাল সাতক্ষীরা-৩
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ওমর আলী
যার হাতে ধানের শীষ, তার হয়েই কাজ করবো বাউফলে বিএনপি নেতা লেলিনের ঐক্যের আহ্বান
