| 
			
							
			
			 ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত 
			
			এফ কে আশিক, ভূরুঙ্গামারী  
			
			
			 | 
		
			
			![]() ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ, নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ,  এবং সামাজিক উদ্যোগ গ্রহণ, ও স্থায়ীত্বশীল করা সহ নানা বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন এসআর এইচআর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শরিফা জান্নাত, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার সই ফেরদৌস আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও উপজেলা যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম। বক্তারা বলেন, বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ স্বপ্নকে নষ্ট করে দেয়। পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে এসে এ অন্যায় প্রথা রোধে ভূমিকা রাখতে হবে।  কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।   | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
