ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 3 November, 2025, 8:19 PM

ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের নেতৃত্ব ও জীবন দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ, নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ,  এবং সামাজিক উদ্যোগ গ্রহণ, ও স্থায়ীত্বশীল করা সহ নানা বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়।

কর্মশালা পরিচালনা করেন এসআর এইচআর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শরিফা জান্নাত, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার সই ফেরদৌস আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও উপজেলা যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ স্বপ্নকে নষ্ট করে দেয়। পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে এসে এ অন্যায় প্রথা রোধে ভূমিকা রাখতে হবে। 

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status