| 
			
							
			
			 গাজীপুরে ভিয়েলাটেক্স কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ 
			
			নতুন সময় প্রতিনিধি 
			
			
			 | 
		
			
			![]() গাজীপুরে ভিয়েলাটেক্স কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সোমবার (৩ নভেম্বর) ভোরে কারখানার গেটে তালা ঝুলিয়ে নোটিশ সাঁটিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এতে ক্ষুব্দ হয়ে উঠেন শ্রমিকেরা। কারখানার সামনে বার্তি পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। নোটিশে উল্লেখ করা হয়, বিদেশি বায়ারের বরাদ্দ করা ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিলে উৎপাদন বিঘ্নিত হয় এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। কর্মপরিবেশ নিরাপদ না থাকায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৩ নভেম্বর থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জানান, সকালে কাজে এসে গেটে তালা ঝুলতে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে আছি। নোটিশ লাগানো আর চারদিকে পুলিশ দেখে মনে হচ্ছিল বড় কিছু ঘটনা ঘটেছে। এ দিকে সকালের দিকে ৩-৪শ শ্রমিক কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় শিল্প পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলি ও আশপাশের এলাকায় ছড়িয়ে অবস্থান নেন। কারখানার এইচআর অ্যাডমিন মাহবুব বলেন, আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি। অফিসে নিয়ম অনুযায়ী নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সেলিম বলেন, "বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী'র সদস্যরা সতর্ক অবস্থানে অবস্থান করছেন।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
