ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
রূপকথার প্রত্যাবর্তনে শীর্ষে পিএসজি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 October, 2025, 11:01 AM

রূপকথার প্রত্যাবর্তনে শীর্ষে পিএসজি

রূপকথার প্রত্যাবর্তনে শীর্ষে পিএসজি

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করেছে স্ট্রাসবুর্গের বিপক্ষে। 

লিগ আঁতে ঘরের মাঠে শুক্রবারের ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। তবে ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ।

দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। এরপর বিরতির ঠিক আগে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন দিয়েগো মোরেইরা। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার আলতো শট পিএসজি গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। 

বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় পানিচেলির দ্বিতীয় গোলের সুবাদে ব্যবধান বাড়ায় অতিথিরা।

ঘরের মাঠে ৩-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে গোলরক্ষক পেন্ডার্সের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিখুঁত স্পট কিক থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।

তার প্রথম প্রচেষ্টা পেন্ডার্স ঠেকালেও ফিরতি বলে হেড করে গোল করেন তরুণ ফরাসি মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে আরো বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে জয়ের গোলটি মেলেনি। শেষ দিকে খভিচা কাভারেস্খেইয়ার দূরপাল্লার শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

লিগ আঁতে গত ১৩ মৌসুমের মধ্যে ১১ বার শিরোপা জিতেছে পিএসজি, যার মধ্যে টানা শেষ চারটি মৌসুমও রয়েছে তাদের দখলে।

এই ড্রয়ে লিগ আঁর পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ। 

কোচ লিয়াম রোসেনিয়র নেতৃত্বে স্ট্রাসবুর্গ আজ জিতলে উঠতে পারত টেবিলের শীর্ষে। ইংলিশ কোচের দলে ছিলেন ইংল্যান্ডের লেফটব্যাক বেন চিলওয়েল এবং সাবেক ব্রাইটন মিডফিল্ডার হুলিও এনসিসো।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি। আগের দুটি ম্যাচে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে তারা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status