|
দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ, জানা গেল কারণ
নতুন সময় ডেস্ক
|
![]() দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ, জানা গেল কারণ জানা গেছে, কোচ লিওনেল স্কালোনিই মার্তিনেজকে শেষ প্রীতি ম্যাচে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপজয়ী ও দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মার্তিনেজের সঙ্গে কথা বলে স্কালোনি জানিয়েছেন, তিনি আসন্ন ফিফা উইন্ডোর সময় জাতীয় দলের সঙ্গে সফরে থাকবেন না। এর ফলে দলের তরুণ গোলরক্ষকদের পরখ করে দেখতে পাবেন স্কালোনি। মার্তিনেজ যে জাতীয় দলে অপরিহার্য ও অন্যতম প্রধান খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তার জায়গা নিশ্চিত হওয়ায় কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী আসন্ন প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে এবং বিকল্প গোলরক্ষকদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেওয়া হচ্ছে। মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলপোস্টে ওয়াল্টার বেনিতেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কয়েক মাস আগে তিনি পিএসভি থেকে বিদায় নিয়ে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দেন। তবে প্রিমিয়ার লিগে এখনো নিয়মিত সুযোগ পাননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
