| 
			
							
			
			 লড়াইয়ের আগে সতর্ক লিভারপুল কোচ বললেন এবার রিয়াল আরো শক্তিশালী 
			
			নতুন সময় ডেস্ক 
			
			
			 | 
		
			
			![]() লড়াইয়ের আগে সতর্ক লিভারপুল কোচ বললেন এবার রিয়াল আরো শক্তিশালী ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়। আগের সেই জয়ের প্রসঙ্গ টেনে তুলতে চান না স্লট। তার ভাষায়, ‘আমরা মুখোমুখি হচ্ছি এমন এক দলের, যারা ইউরোপে বহু বছর ধরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই মৌসুমেও তারা দারুণ ছন্দে আছে। দলে আছে অভিজ্ঞ কোচ, মানসম্পন্ন খেলোয়াড়। আমরা প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করি।’ তিনি আরো যোগ করেন, ‘গত মৌসুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা কঠিন। তখন রিয়ালের বেশ কয়েকজন খেলোয়াড় চোটে ভুগছিলেন। এখন তারা অনেক বেশি ঐক্যবদ্ধ। জাবি (আলোনসো) চমৎকার কাজ করছে, যেমনটা কার্লো আনচেলত্তি করেছিলেন। নতুন কয়েকজন খেলোয়াড় যোগ হয়েছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে।’ তবে এবারও রিয়ালের কিছু চোট সমস্যা আছে। অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, ডাভিড আলাবা ও আন্টোনিও রুডিগার মাঠের বাইরে। তবুও আলোনসোর অধীনে ইউরোপের সফলতম ক্লাবটি দুর্দান্ত ফর্মে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ছয় ম্যাচে জয় পেয়েছে। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচেই জয়ের ধারায় আছে তারা। এছাড়া, মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে। অন্যদিকে, লিভারপুলের ফর্ম একেবারেই উল্টো। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফিরলেও এর আগে সাত ম্যাচের ছয়টিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে স্লটের দলের। চ্যাম্পিয়নস লিগে তাদের রেকর্ডও মিশ্র—দুই জয়ের বিপরীতে একটি হার। মৌসুমের শুরুতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল ছাড়ায় তা সামলাতেও হিমশিম খাচ্ছে অ্যানফিল্ড ক্লাবটি। গত মৌসুমে রিয়ালকে হারানোর পর লিভারপুল ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকেও ২-০ গোলে পরাজিত করেছিল। এবারও টানা দুই ম্যাচে প্রতিপক্ষ সেই দুই দল, রিয়ালের পর প্রিমিয়ার লিগে আগামী রোববার তাদের প্রতিপক্ষ সিটি, সেটিও সিটির মাঠ ইতিহাদে। বর্তমান পরিস্থিতি নিয়ে স্লট বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা। কারণ আমরা একেবারে নতুন দল। গত মৌসুমের সেই দলটির সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। তখন দুই ম্যাচই ঘরের মাঠে খেলেছিলাম, এবার একটি বাইরে।’   | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
