|
বিশ্বকাপ জিতে বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে এই পলাশ
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপ জিতে বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে এই পলাশ ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্মৃতি ও পালাশের বিয়ে অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৫, মহারাষ্ট্রের সাংলিতে। জায়গাটি স্মৃতির কাছে বিশেষ আবেগের, কারণ এখানেই তার বড় হওয়া, এখানেই ক্রিকেট-জীবনের সূচনা। যদিও জন্ম মুম্বাইয়ে, কিন্তু তার শৈশব, স্কুলজীবন ও ব্যাট হাতে প্রথম দিনগুলো কাটে সাংলির মাধবনগরে। তাই বিয়ের অনুষ্ঠানও হবে এখানকারই এক ঘনিষ্ঠ পরিবেশে, যেখানে পরিবারের সদস্যরা আয়োজন করছেন ‘সঙ্গীত ও ক্রিকেটের এক নিখুঁত মেলবন্ধন’। ২০২৪ সালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রকাশ্যে আসে স্মৃতি ও পালাশের সম্পর্ক। এদিকে ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দে গর্বিত প্রেমিক পলাশ সোশ্যাল মিডিয়ায় স্মৃতির বিশ্বকাপ হাতে একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সবচেয়ে এগিয়ে আমরা ভারতবাসী’। সেই পোস্টে নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘লাকি গাই!’ পলাশও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে ব্যস এতটাই বলতে চাই।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘ আমি আপনাদের হেডলাইন দিয়ে দিলাম। পলাশ মুচ্ছল একজন ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। পাশাপাশি ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’-এর মতো স্বাধীন সংগীতও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
