|
দিলীপ কুমার থেকে এ আর রহমান - এক আত্মিক রূপান্তরের গল্প
নতুন সময় প্রতিবেদক
|
![]() দিলীপ কুমার থেকে এ আর রহমান - এক আত্মিক রূপান্তরের গল্প ১৯৬৭ সালের ৬ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন রহমান। জন্মসূত্রে তার নাম রাখা হয় দিলীপ কুমার। তবে শৈশবেই তার জীবনে আসে এক বড় ধাক্কা, বাবার অকাল মৃত্যু। এই ঘটনা তার পরিবারকে গভীরভাবে নাড়া দেয় এবং ধীরে ধীরে তারা সুফি দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ১৯৮০-এর দশকের শেষ দিকে রহমান ও তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সময়ই তিনি নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। একদিন, তার মা ছোট বোনের বিয়ের ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য এক হিন্দু জ্যোতিষীর কাছে যান। রহমানও ছিলেন মায়ের সঙ্গে। সেই জ্যোতিষী রহমানকে দেখে বলেন, এই ছেলেটা খুব ইন্টারেস্টিং। এরপর তিনি দুটি নাম প্রস্তাব করেন- আবদুল রহমান ও আবদুল রহিম। রহমান জানান, আমি সঙ্গে সঙ্গেই রহমান নামটার প্রেমে পড়ে যাই। তবে এখানেই গল্প শেষ নয়। রহমানের মা তার নতুন নামের শুরুতে যোগ করেন আরও একটি অংশ- আল্লাহরাখা। মার বিশ্বাস ছিল, এই নাম ছেলেকে আল্লাহর সুরক্ষা দেবে। এভাবেই তৈরি হয় নতুন পরিচয়- এ আর রহমান (Allah Rakha Rahman)। এক সাক্ষাৎকারে রহমান বলেন, সত্যি বলতে আমার পুরনো নামটা কোনোদিনই আমাকে ঠিক মানাত না। মহান অভিনেতা দিলীপ কুমারকে শ্রদ্ধা জানিয়েও বলছি- সেই নাম আমার নিজের সঙ্গে মানিয়ে যেত না। নব্বইয়ের দশকের শুরুতে তামিল চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন এ আর রহমান। এরপর ধীরে ধীরে বলিউড, হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার ছাপ রাখেন। স্লামডগ মিলিওনেয়ার-এর জন্য তিনি পেয়েছেন অস্কার ও গ্র্যামি, ভারতের পক্ষ থেকে পেয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননা। তবু তার সৃষ্টিশীলতা ও আধ্যাত্মিকতায় ভরপুর জীবনযাপন আজও লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
