|
বিশ্বের সেরা পাসপোর্ট তালিকা থেকে বাদ যুক্তরাষ্ট্র: কী কারণে এই পতন?
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিশ্বের সেরা পাসপোর্ট তালিকা থেকে বাদ যুক্তরাষ্ট্র: কী কারণে এই পতন? এই পতনের পেছনে রয়েছে একাধিক নীতিগত ও কূটনৈতিক কারণ। বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে: ১. অভিবাসন নীতির কঠোরতা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সাম্প্রতিক বছরগুলোতে কঠোরতা এসেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে আত্মকেন্দ্রিক ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব আন্তর্জাতিক ভিসা সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ভিসা সুবিধা প্রত্যাহার করেছে। ২. পারস্পরিক ভিসা সুবিধার ঘাটতি যুক্তরাষ্ট্র নিজে মাত্র ৪৬টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়, যা তুলনামূলকভাবে অনেক কম। এর বিপরীতে মার্কিন নাগরিকরা ১৮০টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করলেও, পারস্পরিক সহযোগিতার অভাবে অনেক দেশ ক্ষুব্ধ। যেমন, ব্রাজিল সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা বাতিল করেছে। ৩. ভিসার খরচ বৃদ্ধি মার্কিন ভিসার খরচ বেড়ে যাওয়া একটি বড় কারণ। ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের (ESTA) ফি ২১ ডলার থেকে বেড়ে ৪০ ডলার হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়ী পর্যায়ে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ৪. চীনসহ বিভিন্ন দেশের ভিসানীতির পরিবর্তন চীন সম্প্রতি ইউরোপের অনেক দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড় সুবিধা দিলেও যুক্তরাষ্ট্রকে সেই তালিকা থেকে বাদ দিয়েছে। এমনকি ভিয়েতনামও তাদের নতুন ভিসামুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছে। ৫. বিকল্প নাগরিকত্বের প্রতি মার্কিনদের আগ্রহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিকল্প পাসপোর্ট ও নাগরিকত্বের চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক শেষে নাগরিকত্ব ও আবাসন সংক্রান্ত আবেদন ৬৭ শতাংশ বেড়েছে। ৬. সফট পাওয়ার ও বৈশ্বিক অবস্থানের দুর্বলতা বিশ্লেষক ক্রিশ্চিয়ান কেলিনের মতে, এটি শুধু র্যাঙ্কিংয়ের পতন নয়, বরং বৈশ্বিক সফট পাওয়ার ও চলাচলের গতিপথের একটি পরিবর্তনের প্রতিফলন। যেসব দেশ সহযোগিতামূলক ও উদার নীতির পথ বেছে নিচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। আর যারা পুরনো শক্তির ঘরানায় আটকে আছে, তারা পিছিয়ে পড়ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর (১৯৩টি দেশ), দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ) ও জাপান (১৮৯টি দেশ)। যুক্তরাজ্যও ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে থাকলেও অষ্টম স্থানে থেকে এখনও সেরা ১০-এর মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টের এই পতন বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি শুধু ভ্রমণের স্বাধীনতা নয়, বরং একটি দেশের বৈশ্বিক অবস্থান, নীতি ও ভাবমূর্তির প্রতিফলন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
