|
মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির
নতুন সময় প্রতিবেদক
|
![]() মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির সম্প্রতি স্পেনের মাদ্রিদে পুয়ের্তা দে আমেরিকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ডাল্টন জহিরের হাতে সদস্যপদ সনদ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত তাকাহিরো নাকামে এবং অর্থনৈতিক, পরিবহন ও পর্যটন উপদেষ্টা মাই সাসাকি। এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদ হলো ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক সংগঠনের অংশ, যা পর্যটন খাতের পেশাদারদের মধ্যে সম্পর্ক, নেটওয়ার্কিং ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। সংগঠনের সভাপতি র্যামন অ্যাডিলন বলেন, আমরা গর্বিত যে ডাল্টন আমাদের প্রথম বাংলাদেশি সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। পর্যটন খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সংগঠনের জন্য অমূল্য। ডাল্টন জহিরকে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি (টিআইইএস)-এর ইউরোপীয় প্রধান ও পর্তুগালের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘোষণা দিয়েছেন টিআইইএস ফিলিপাইন ইনকর্পোরেটেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও মিসেস ভিলমা ডি. সি. মেন্ডোজা। তিনি জহিরের কৌশলগত নেতৃত্বে আগামী তিন বছরে বিশ্বব্যাপী ইকোট্যুরিজম উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছেন। আতিথেয়তা, পর্যটন, জনসংযোগ, মিডিয়া ও আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নে ২৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জহির বর্তমানে এফবিসিসিআই’র বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক স্থায়ী কমিটির সহ-সভাপতি এবং ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডিএবি)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ডাল্টন জহির দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি ৩৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন এবং আইটিবি বার্লিন, ডব্লিউটিএম লন্ডন ও ভারতের ট্রাভেল মার্টসহ বহু আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
