রাঙ্গাবালীতে মিছিল করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর, মালামাল লুট
মো.বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে মিছিল করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর, মালামাল লুট স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার সকাল ১১টার দিকে বায়েজিদ কালু তার অনুসারীদের নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল পাশার বাসার সামনে গিয়ে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। পরে চেয়ারম্যানকে না পেয়ে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। ক্ষতিগ্রস্ত হয় চেয়ার-টেবিল, দরজা, কম্পিউটারসহ প্রশাসনিক কক্ষ ও ইউডিসি অফিস। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র লোপাটের অভিযোগও করা হয়েছে। চেয়ারম্যান কামাল পাশা জানান, বায়েজিদ দীর্ঘদিন ধরে পরিষদের কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম করে চাঁদা দাবি করছিলেন। এই বিরোধের জেরে তিনি একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন বলেও জানান, যার প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়। অন্যদিকে অভিযুক্ত বায়েজিদ কালু দাবি করেছেন, তিনি বা তার অনুসারীরা ভাঙচুরে জড়িত নন। মানববন্ধনের পর সবাই যার যার মতো চলে গেছে, ভাঙচুরের দায় অন্যরা তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে জানান তিনি। রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানিয়েছেন, ঘটনায় তদন্ত চলছে এবং আগেই চেয়ারম্যান প্রাণনাশের হুমকি সংক্রান্ত একটি জিডি করেছিলেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |