রুমায় দীর্ঘ ১৮ মাস পর আবারও পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং
অংবাচিং মারমা ,রুমা
|
রুমায় দীর্ঘ ১৮ মাস পর আবারও পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং আজ শনিবার (২৭ সেপ্টেম্বর),বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এক ঘোষণায় জানান,পর্যটকদের জন্য কেওক্রাডং এলাকা উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো এ বিষয়ে কোনো লিখিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি,তবে প্রস্তুতি চলছে। উল্লেখ্য,গত-২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যরা রুমা-থানচি সড়কে কয়েকটি ব্যাংকে ডাকাতি করে এবং সহিংসতা চালায়। এরপর নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে সেই নিষেধাজ্ঞা শিথিল করে প্রথমে বগালেক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে কেওক্রাডং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা এতদিন বহাল ছিল। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, আগামী-১ অক্টোবর থেকে পর্যটকরা আবারও দেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং-এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন। তবে নিরাপত্তার স্বার্থে যাত্রার আগে জেলা প্রশাসনের নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |