ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
রুমায় দীর্ঘ ১৮ মাস পর আবারও পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং
অংবাচিং মারমা ,রুমা
প্রকাশ: Saturday, 27 September, 2025, 8:14 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 September, 2025, 8:19 PM

রুমায় দীর্ঘ ১৮ মাস পর আবারও পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং

রুমায় দীর্ঘ ১৮ মাস পর আবারও পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং

দীর্ঘ ১৮ মাস নিষেধাজ্ঞার পর আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে দেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডং। বান্দরবানের রুমা উপজেলার এই জনপ্রিয় পর্যটন স্পটটি এতদিন নিরাপত্তাজনিত কারণে সাধারণের জন্য বন্ধ ছিল।


আজ শনিবার (২৭ সেপ্টেম্বর),বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক জেলা  ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এক ঘোষণায় জানান,পর্যটকদের জন্য কেওক্রাডং এলাকা উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো এ বিষয়ে কোনো লিখিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি,তবে প্রস্তুতি চলছে।


উল্লেখ্য,গত-২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যরা রুমা-থানচি সড়কে কয়েকটি ব্যাংকে ডাকাতি করে এবং সহিংসতা চালায়। এরপর নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।


পরবর্তীতে ধাপে ধাপে সেই নিষেধাজ্ঞা শিথিল করে প্রথমে বগালেক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে কেওক্রাডং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা এতদিন বহাল ছিল।


অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, আগামী-১ অক্টোবর থেকে পর্যটকরা আবারও দেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং-এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন। তবে নিরাপত্তার স্বার্থে যাত্রার আগে জেলা প্রশাসনের নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status