ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
এশিয়া কাপে পার্থক্য গড়ে দেবে যে ২টি বিষয়, জানালেন বুলবুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 September, 2025, 11:06 AM

এশিয়া কাপে পার্থক্য গড়ে দেবে যে ২টি বিষয়, জানালেন বুলবুল

এশিয়া কাপে পার্থক্য গড়ে দেবে যে ২টি বিষয়, জানালেন বুলবুল

খেলাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এখানে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে অনেক দিন কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই সেখানকার মাঠ হাতের উল্টোপিঠের মতো চেনা তার। সে কারণেই হয়তো, তিনি জানেন সেখানে কেমন বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে।

আজ বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু। প্রতিপক্ষ হংকং। তার আগে বুলবুল সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, ম্যাচের নিয়ামক হয়ে উঠতে পারে কোন কোন বিষয়গুলো।

তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বুলবুল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কোচিং কোর্স ‘রান স্কোরিং ওয়ার্কশপ’-এর উদ্বোধন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘আমাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, যেখানে ভবিষ্যদ্বাণী করা কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দল নিয়ে।’

সংযুক্ত আরব আমিরাতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে আমিনুলের। তিনি বলেন, ‘সেখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিটউইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা কিংবা ফিল্ডিংয়ে যদি আর ১০টা রান বাঁচাতে পারি, এই ২৫টি রান ম্যাচের ভাগ্য গড়ে দেবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status