|
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন ডাকাতদল বৃষ্টির সুযোগে মিলের বয়লার সেকশনে প্রবেশ করে তারা ১২ জন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর পিতলের ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ শ্যাফট, পাম্প ইম্পেলার, স্ক্রিন্ড জুস পাম্পসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে পালায়। ঘটনার পর নিরাপত্তা গাফিলতির অভিযোগে নিরাপত্তা হাবিলদার বদরুদ্দীন বেগ ও প্রহরী সাব্বির আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি, যার প্রধান কৃষি বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলম। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, "চিনিকল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আটজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
