ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Monday, 30 June, 2025, 12:14 PM
সর্বশেষ আপডেট: Monday, 30 June, 2025, 12:17 PM

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল টু ইচলাদী সড়কে মৃত্যু মিছিল থামছে না। মাত্র তিন দিনের মাথায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের মোল্লাবাড়ি নামক স্থানে দাঁড়িয়ে থাকা টাইলস বাহী ট্রাককে আম পরিবহনকারী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে আম বাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছে গিয়ে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হয়। এই সময়ে স্থানীয় এক পথচারী যুবককে চাপা দিলে গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি আমিনুর রহমান। 

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩০ জুন  রাত ৩.০০  সময় ঢাকা, মিরপুর হতে স্টার সিরামিক্স ব্র্যান্ডের টাইলস নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করে ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬ ট্রাক এর চালক ও হেলপার উজিরপুর থানাধীন পূর্ব ধামসর  সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ীর সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পিছন দিক হতে চাপাইনবাবগঞ্জ হতে আশা বরিশাল গামী আম বোঝাইকৃত ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬ ট্রাকের ঘাতক চালক বেপরোয়া ও দ্রুত গতিতে  টাইলস বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে আম বোঝাইকৃত ট্রাকের সম্পূর্ণ সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনাস্থলে হেলপার সোহেল (২০) মৃত্যুবরণ করেন। নিহত সোহেল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বর্গীরচর গ্রামের রতনের পুত্র। অপরদিকে উজিরপুর উপজেলা শিকারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল হাওলাদারের পুত্র মোঃ সবুজ হাওলাদার (৩০) কে ঘাতক আমবাহী ট্রাকটি  চাপা দিলে গুরুতর আহত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সবুজে পিতা ইউপি সদস্য দুলাল হাওলাদার। এ ঘটনায় ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়। অপরদিকে টাইলস বোঝাইকৃত ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, নিহত হেলপারের লাশ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশ নিয়ে গেছেন, আইনগত প্রক্রিয়া চলমান। গত ২৬ জুন বিকেল তিনটায় মুন্সিগঞ্জ থেকে ট্রাক যোগে পরিবারের কিছু সদস্য ও মালামাল পরিবহন করে পিরোজপুর যাওয়ার পথে উজিরপুরের বামরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের উল্টে গিয়ে দুই নারী নিহত হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status