ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শীতলক্ষা নদী উদ্ধারের এখনই সময় : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 June, 2025, 10:31 PM

শীতলক্ষা নদী উদ্ধারের এখনই সময় : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

শীতলক্ষা নদী উদ্ধারের এখনই সময় : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসুচীর আওতায় চলমান বৃক্ষরোপণের অংশ হিসেবে জেলার সোনারগাঁও উপজেলায় আজ রবিবার ১০,০০০ তম বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানিয়েছেন জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা এই উপজেলায় এর আগে ৯,৯৯৯ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ  করেছিলাম ।

আজ স্যারের ১০,০০০ তম বৃক্ষ রোপণ করার মাধ্যমে আমাদের প্রাথমিক টার্গেট পুরণ শেষ হলো,তিনি যোগ করেন।

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রান্ডের ড্যান্ডি হবে বিশ্বে সেরা এই শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁও  উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫০ টি রাস্তার পাশে কৃষ্ণচূড়া, শিমুল সুপারি, নারিকেল, তাল, সাজিনা, অর্জুন, নিম, কাঁঠাল, আম, বকুল ও সোনালু প্রজাতির ১০,০০০ টি গাছ  মোট  ৪৯২৮৭মিটার রাস্তায় রোপন করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও ফারজানা রহমান।

একই দিনে এই কর্মসূচির আওতায় ডেমরা ব্রীজ সংলগ্ন শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর নারায়নগঞ্জের অংশের মোহনায় নির্মিতব্য ইকো পার্কে একটি  কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন  জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। 

এই সময় তিনি বলেন,শীতলক্ষা নদী উদ্ধারের এখনই সময়। অন্যথায় এই নদী বুড়িগঙ্গার মতো পরিণতি ভোগ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় বিআইডব্লিউটিএ কে ২০০০ গাছ নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় রোপণের জন্য সরবরাহ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)  মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী,   বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার।

এছাড়া জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপন কার্যক্রমের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন।

জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা,নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত), মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বৃক্ষরোপণ কার্যক্রমে ডি এন্ড ডি লেকপাড়, সিদ্ধিরগঞ্জ পুল, মিজমিজি, সিদ্ধিরগঞ্জে জেলা আনাসার ও ভিডিপি নারায়ণগঞ্জের পক্ষ থেকে  কাঠগোলাপ, কাঠালী বট, কৃষ্ণচুড়া, রাধাচুড়া, পলাশ, কাঞ্চনসহ বিভিন্ন প্রজাতির  বৃক্ষ  রোপন করা হয়।

জেলা প্রশাসক বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনকালে ডি এন ডি লেকের পানিতে থাকা কচুরিপানা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অপসারণ করে পর্যটন পরিবেশকে আর‍ও উন্নত করার প্রত্যয় জ্ঞাপন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status