মব সৃষ্টিকরে ব্যাবসায়ীকে পিটিয়ে হাত ভাঙল বিএনপি নেতা।
নতুন সময় প্রতিনিধি
|
![]() মব সৃষ্টিকরে ব্যাবসায়ীকে পিটিয়ে হাত ভাঙল বিএনপি নেতা। আহত আজগর বলেন, বেশ কয়েকদিন আগে আমার কাছে মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবী করে চন্দনপুরের বুলবুল।আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় বুলবুল। এই ঘটনার জেরে গত ১৮ জুন বিকাল ৫ টায় তাকে মুঠোফোনে গয়রা বাজারে ডাকেন বুলবুল। এসময় গয়রা বাজারে পৌছালে বুলবুল ও বুলবুলের ছেলে সাগর দুই জন মিলে লোহার রড দিয়ে আজগর কে এলোপাতাড়ি বাড়ি মেরে তার ডান হাত ভেঙে দেয়।এসময় মব সৃষ্টি করে বুলবুল জোরে জোরে বলে তুই আ'লীগের দোসর বাজারে উঠেছিস কেনো?তোর ২ পা ভেঙ্গে দেবো। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে।পরে তিনি কলারোয়া মুন্না ডিজিটাল ডায়াগনোসিস সেন্টার থেকে চিকিৎসা গ্রহণ করেন। তিনি আরো জানান, বুলবুল চন্দনপুরের ঘাট চালায় একই সাথে সে মাদক ব্যবসা করে।তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।বর্তমানে বুলবুল বিএনপি কমী হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে ।তার বিরুদ্ধ এলাকার কোন লোক কথা বলার সাহস পান না। এঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ অস্বীকার করে বুলবুল জানান, আজগর আলীগের দোসর বলে তাকে স্থানীয়রা মারপিট করেছে। এবিষয়ে আপনারা যা পারেন তা করে নেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |