ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
ভূরুঙ্গামারীত লটারির মাধ্যমে ভিডাব্লিউবি'র উপকারভোগী চূড়ান্ত
এফ কে আশিক, ভূরুঙ্গামারীে
প্রকাশ: Thursday, 26 June, 2025, 4:31 PM

ভূরুঙ্গামারীত লটারির মাধ্যমে ভিডাব্লিউবি'র  উপকারভোগী চূড়ান্ত

ভূরুঙ্গামারীত লটারির মাধ্যমে ভিডাব্লিউবি'র উপকারভোগী চূড়ান্ত

স্বচ্ছতা, মানবিকতা ও জবাবদিহিতার নজির গড়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে এমন লক্ষ্যে তিনি গ্রহণ করেছেন অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ডের জন্য দরিদ্র নারীদের লটারির মাধ্যমে বাছাই কার্যক্রমের আয়োজন করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার আবুল হোসেন। ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী ও শতাধিক গ্রামীণ নারী এ সময় উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আন্ধারীঝাড় ইউনিয়নে মোট ১ হাজার ৪২ জন দুঃস্থ নারী অনলাইনে ভিডাব্লিউবি কার্ডের জন্য আবেদন করেন। সেখান থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ৯টি ওয়ার্ডে লটারির মাধ্যমে ৩৪৫ জন নারীকে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেকেই আগামী ৩০ মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের এ ধরনের উদ্যোগ ভূরুঙ্গামারী উপজেলায় নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

একজন নারী উপকারভোগী আবেগ ছুঁয়ে বলেন, "আগে ভাবতাম, যারা পরিচিত বা তদবির করে তারা-ই শুধু এসব সুবিধা পায়। এবার দেখি, লটারিতে আমার নাম উঠে এসেছে। এটা স্বপ্নের মতো। চেয়ারম্যান সাহেব সত্যিই গরিবের পাশে আছেন।"

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, "প্রকৃত দরিদ্ররাই যেন সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে পক্ষপাত বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এই উদ্যোগ স্থানীয় সরকার ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। "স্থানীয় ইউপি সদস্যরাও জানান, এমন স্বচ্ছ পদ্ধতির কারণে জনআস্থা ফিরছে এবং প্রকৃত অসহায় মানুষদের মুখে হাসি ফুটছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status