জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ ২৬জুন ২০২৫ বৃহস্পতিবার (২৬জুন) দুপুর ১২.০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। প্রায় এক যুগ পরে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে ২০২৫ তারিখে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ৫,৬০,৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন (পাস মার্ক ৩৫% ধরে ৪,৬০, ৭০৬ জন শিক্ষার্থী) উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের উপরে মার্ক পেয়েছেন। বাকী ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে মার্ক পেয়েছেন । উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২,৬৫,৩৬৪জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৯ জুন ২০২৫ তারিখ থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লীষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম জাফরুল আযম, প্রক্টর আতাউর রহমান, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক-সহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |