মিষ্টি হাসিতে ধরা দিলেন রোজা
নতুন সময় ডেস্ক
|
![]() মিষ্টি হাসিতে ধরা দিলেন রোজা রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘সোনালী সুতোর কাজ, গল্পে ভরা এক মন।’ ছবিগুলো প্রকাশের পর পরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের প্রশংসায়। আয়রা ইসলাম নামের একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন মন্তব্য করেছেন, ‘কী মার্জিত, কী সুন্দর, দেখতে একদম অসাধারণ লাগছে।’ তার রূপ ও সারল্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে 'রোজাস ব্রাইডাল মেকওভার' প্রতিষ্ঠা করেন। পেশাগতভাবে একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। তাহসানের সঙ্গে তার বিয়ে হওয়ার পর থেকে তিনি আরও বেশি পরিচিতি লাভ করেছেন এবং ভক্তদের কাছে এখন তিনি পরিচিত মুখ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |