|
বাজেট নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে এনসিপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাজেট নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে এনসিপি রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সোমবার (২ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আগামীকালের কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীকাল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। এর আগে, সোমবার বিকেলে বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন সিফাত। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপটের মতো চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ বা আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ১২ দশমিক ৭ শতাংশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
