|
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিতে অবদান
গোলাম মহিউদ্দীন ফারুক স্বপন
|
![]() শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিতে অবদান কৃষি আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ: শহীদ জিয়া কৃষিকে আধুনিকায়নের জন্য যান্ত্রিকীকরণে গুরুত্ব দেন। ১৯৭৮ সালে তিনি জাপান থেকে ইয়ানমার ১১০ ও মিতসুবিশি ৯০,৭৫ মেশিন আমদানি করে ইরি-বোরো ধানের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেন। এর ফলে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কৃষকরা লাভবান হন । জাতীয় বীজ অধ্যাদেশ প্রণয়ন: ১৯৭৭ সালে শহীদ জিয়া জাতীয় বীজ অধ্যাদেশ প্রণয়ন করেন, যা কৃষিতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার নিশ্চিত করে। এই পদক্ষেপ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । খাল খনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন: ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূউপরিস্থ পানি ব্যবহারে শহীদ জিয়া খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। তার শাসনামলে ২,২০০ মাইলের বেশি নতুন খাল খনন করা হয়, যা সেচ সুবিধা বৃদ্ধি করে কৃষি উৎপাদনে সহায়তা করেন । কৃষি ঋণ ও ভর্তুকি প্রদান: ১৯৭৭ সালে শহীদ জিয়া ১০০ কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির মাধ্যমে জামানত ছাড়াই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজে ঋণ সুবিধা পান, যা তাদের কৃষি কার্যক্রমে সহায়তা করেন। সার ও কীটনাশক ব্যবস্থাপনা: কৃষকদের সারের চাহিদা পূরণে শহীদ জিয়া আশুগঞ্জে জিয়া সার কারখানা প্রতিষ্ঠা করেন। এছাড়া, সার ও কীটনাশকের দাম কৃষকের নাগালের মধ্যে রাখতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন । খাদ্য নিরাপত্তা ও গুদামজাতকরণ: না কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে শহীদ জিয়া শস্য গুদাম ঋণ কর্মসূচি চালু করেন। এর মাধ্যমে কৃষকরা শস্য গুদামজাত করে স্বল্পসুদে ঋণ নিতে পারে এবং মৌসুম শেষে ভালো দামে শস্য বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারে । কৃষি শিক্ষা ও গবেষণা: ১৯৭৬ সালে শহীদ জিয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান কৃষি গবেষণা, নতুন জাত উদ্ভাবন এবং কৃষি প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটে। তার গৃহীত নীতিমালা ও কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়তা করে। তার অবদান আজও বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে বিবেচিত। লেখক: গোলাম মহিউদ্দীন ফারুক স্বপন সভাপতি - রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট (২৪-২৫) সাধারণ সম্পাদক - চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাব ঢাকা। সাংগঠনিক সম্পাদক - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম বিডি । ১ম যুগ্ম সাধারণ সম্পাদক - পরিসংখ্যান এলামনাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সিইও- এফসিলন ইন্টারন্যাশনাল। সভাপতি- বায়তুল মালেক হাফিজিয়া মাদ্রাসা সভাপতি - গোবিন্দপুর মডেল একাডেমী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
