দেহলা বিলে অভিযান: জমির টপসয়েল লুটে এক লাখ টাকা জরিমানা
রায়হানুর রহমান
|
![]() দেহলা বিলে অভিযান: জমির টপসয়েল লুটে এক লাখ টাকা জরিমানা আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বিল নামক এলাকার জয়নাল আবেদীনকে নগদ ১লাখ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ভোলাকোটের দেহলা বিল থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জয়নাল আবেদীনকে ১লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |