জুলাই বিপ্লবে শহীদ স্মরণ ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল
রায়হানুর রহমান
|
![]() জুলাই বিপ্লবে শহীদ স্মরণ ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল রামগঞ্জ বাঁধন ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও জাতীয় নাগরিক কমিটির রামগঞ্জ উপজেলার সদস্য মাইন উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক ও অন্তর্বতীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্ছু মোল্লা, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফায়েল আহম্মদ, রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মোঃ হারুন অর রশীদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাহবুব আলম বলেন, “জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবো।” অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়। অতিথিরা শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। ইফতার পূর্বে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |