ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 5:40 PM

অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন

অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের দূত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি সম্পর্কে ‘সতর্ক আশাবাদের’ কারণ রয়েছে।

শুক্রবার টেলিফোনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় পেসকভ বৃহস্পতিবার পুতিনের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসঙ্গে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার।

পেসকভ বলেন যে, যদিও এখনও অনেক কিছু করার বাকি আছে পুতিন ট্রাম্পের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পুতিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন এবং সেই সময়ে পুতিন ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু তথ্য এবং বাড়তি সংকেত পাঠিয়েছেন’।


ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, উভয় পক্ষই রাজি হয়েছেন যে পুতিন এবং ট্রাম্পের কথা বলা দরকার। তিনি আরও বলেন যে উইটকফ নতুন তথ্য ট্রাম্পকে জানানোর পর সর্বসম্মতিক্রমে এই সংলাপের সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তার রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকি বলেন, পুতিনের মন্তব্যগুলি নিজের সুবিধামত প্রভাব বিস্তারের জন্য” এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে পুতিনের শর্তসাপেক্ষ সমর্থন আসলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরি করে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট শুক্রবার বলেন, ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার কোন সময় নির্ধারন করা হয়নি তবে তিনি বলেন সেটি সব সময়ই পরিবর্তন হতে পারে।

প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়া আকাউন্ট প্রসঙ্গে এক মন্তব্যে লিভিট বলেন, সঠিক কাজটি করতেই ট্রাম্প রাশিয়ার উপর চাপ প্রয়োগ করছেন। তিনি মস্কোতে বৃহস্পতিবারের আলোচনাকে ‘যুক্তরাষ্ট্র ও বিশ্বের শান্তির জন্য একটি গঠনমূলক দিন’ ছিল বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status