ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
অপো এ৫ প্রো’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 March, 2025, 5:44 PM

অপো এ৫ প্রো’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

অপো এ৫ প্রো’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো, ব্র্যান্ডটির নতুন ডিভাইস ‘অপো এ৫ প্রো’ এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা ও অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ এর নাম ঘোষণা করেছে। এই তারকাকে সঙ্গে নিয়ে অপো ব্র্যান্ডটির প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতিশ্রুতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে বদ্ধ পরিকর।

মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় খেলোয়াড় হিসেবে পরিচিত, যে কি না অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে থাকে। ঠিক তেমনি ‘অপো এ৫ প্রো’ও গ্রাহকদের অল-রাউন্ড স্থায়িত্ব ও অল-রাউন্ড এআই ক্যাপাবিলিটি দিবে; অর্থ্যাৎ জীবনের বহুমুখী ক্ষেত্রে যারা অল-রাউন্ড পারফরম্যান্স চান- এই ডিভাইসটি তাদের জন্য সর্বোত্তম সঙ্গী। 

নিজের ব্যক্তিগত স্মার্টফোন এর কাছ থেকে যারা সবসময়ই বাড়তি পারফরম্যান্স আশা করেন- ‘অপো এ৫ প্রো’ ডিভাইসটি ঠিক তাদের জন্যই। মিরাজ যেভাবে খেলার মাঠের সর্বত্র অবদান রাখেন, তেমনি ‘অপো এ৫ প্রো’ স্টাইলিশ ডিজাইন ও সর্বত্রই পারফরম্যান্সের স্থায়িত্বের মাধ্যমে ব্যবহারকারীদের মন জয় করে নিতে সক্ষম। এই স্মার্টফোনের ওয়াটারপ্রুফিং ফিচার, শক্ত গড়ন, আস্থাযোগ্য পারফরম্যান্স সবমিলিয়ে  ‘অপো এ৫ প্রো’ দৈনন্দিন সব পরিবেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এছাড়া মোবাইলটির এআই-সক্ষমতার ক্যামেরা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের সবকিছুর সঙ্গে খাপখাইয়ে নেয় এবং  নিশ্চিত করে যে- প্রতিটি শটই হোক নিখুঁত।

এই ফোন এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে এটি দ্রুতগতির লাইফস্টাইলের সঙ্গে সহজেই খাপ-খাইয়ে নিতে পারে। মেহেদী হাসান মিরাজ এই পার্টনারশিপ নিয়ে নিজের আগ্রহ ব্যক্ত করে বলেন- “আমি প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং তাদের অসাধারণ ডিভাইস ‘এ৫ প্রো’ এর প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। আমি মাঠে কিংবা মাঠের বাইরে যেখানেই থাকি না কেন- আমারপারফরম্যান্স এবং মনোবলের সঙ্গে এই ফোনের ভাবনাটা পুরোপুরি মিলে যায়। ক্রিকেটে যেমন পারফরম্যান্সের বৈচিত্র্যতা-ই মুখ্য, তেমনি ‘এ৫ প্রো’ এর অল-রাউন্ড এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্থায়িত্ব এটিকে নানান প্রয়োজনে ব্যবহার উপযোগী করে আমার জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপনের সুযোগ করে দিচ্ছে।”

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন-  “‘অপো এ৫ প্রো’-এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। অল-রাউন্ডার হিসেবে তার প্রচেষ্টা ও মনোবল, ঠিক যেন ‘অপো এ৫ প্রো’-এর-ই স্থায়িত্ব, এআই সক্ষমতাসহ অলরাউন্ডার পারফরম্যান্সের-ই প্রতিফলন। আমরা বিশ্বাস করি যে- ‘অপো এ৫ প্রো’ পারফরম্যান্স এবং স্টাইলের মিশেলে ‘গেমচেঞ্জার’ হিসেবে মার্কেটে জায়গা করে নেবে।”

মেহেদী মিরাজ এর সঙ্গে অপোর এই যৌথ পথচলা- প্রতিকূল পরিবেশেও ভালো পারফর্ম করার প্রতিশ্রুতি নির্দেশ করে এবং বাধা-বিঘ্নতা পেরিয়েও অন্যদের পথ চলতে উৎসাহিত করে। ‘অপো এ৫ প্রো’ গতিশীল এবং আধুনিক লাইফস্টাইলের সঙ্গে মানানসই- যা কি না মননশীল ও কর্মক্ষেত্রের কাজে ভালো করতে অন্যদের উৎসাহিত করে। 

ডিভাইসটি নিয়ে বিস্তারিত তথ্যের জন্য- অপোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট অথবা অথোরাইজড অপো রিটেইল শপ ঘুরে আসুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status