ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 March, 2025, 12:25 PM

প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে

প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.)ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেনকে (৪৭)কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সম্প্রতি চিফমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলীআদালত পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ নং ধারা অনুযায়ী এইআদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদাতকে কারাগারেপাঠানো হয়েছে। শাহাদাত লক্ষ্মীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুলইসলামের ছেলে। 

মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী (৪৬)। বাদীর আইনজীবী তামান্নাপারভীন জানান, আসামী শাহাদাত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায়চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোরনির্দেশ দিয়েছেন।

আদালতে মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন বাদীমোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে একটা ভবনের নিচতলা পাঁচ বছরের জন্য ভাড়া নেন। প্রথম পাঁচ বছর চুক্তির শর্ত অনুযায়ী আসামীগণ ভাড়া প্রদান করিলেও মেয়াদান্তে নতুন চুক্তি না করে অবৈধভাবে ভবন দখল করে রাখেন এবং বিগত ২০১৯ সাল থেকে আসামীরা বাদীকে কোন মাসের ভাড়া প্রদান করেন নাই। 

বাদীর অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন সরকারের দাপটে দেখিয়ে গত পাঁচ বছরের বেশি সময় ধরে ভবন দখল করে রেখেছেন আসামী। এতে করে তিনি কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি ভাড়া চাইলে বাদীকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। উপয়ান্তর না দেখে বাদী ন্যায়বিচারের আশায় গত ২২ ডিসেম্বরআদালতের দ্বারস্থ হন। 

আদালত সবকিছু আমলে নিয়ে সম্প্রতি আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। শাহাদাত জামিন চাইতে গেলেমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা জামিননামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status