উজিরপুরে খাল খনন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা করলে : কৃষি সচিব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2025, 8:09 PM
উজিরপুরে খাল খনন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা করলে : কৃষি সচিব
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর, মুগাকাঠি, আটিপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল দশটায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাড়ইবাড়ী নামক স্থানের কৃষি উন্নয়ন কর্পোরেশনের খাল খন কর্মসূচি পরিদর্শন করেন। পরে সকাল ১১ টায় ধামসর প্রকল্পে এসে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা শেচ প্রকল্পের উদ্যোগে কৃষকদের সাথে মত বিনিময় সভা করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী,এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, বিএসসি শিক্ষক এনামুল হোসেন,সাবেক ইউপি সদস্য ও শিক্ষক মোঃ হারুন অর রশিদ মৃধা, কৃষক রেজাউল ইসলাম খান।
প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার ১ এর উপসচিব মাকসুদা ইয়াসমিন, বি,এ,ডি,সি উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার মাওলা, বি,এ,ডি,সির পরিকল্পনা বিভাগের প্রধান পরিকল্পনাকারী মোঃ ফেরদৌস রহমান। উপ সহকারী প্রকৌশলী শাহেদ চৌধুরী ও প্রমূখ।