ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
যেসব বিষয় নিয়ে আলোচনা হবে ট্রাম্প-মোদি বৈঠকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 10:32 AM

যেসব বিষয় নিয়ে আলোচনা হবে ট্রাম্প-মোদি বৈঠকে

যেসব বিষয় নিয়ে আলোচনা হবে ট্রাম্প-মোদি বৈঠকে

১৩ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, দুই নেতার আলোচনায় থাকছে অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য ইস্যু। এছাড়া, প্রাধান্য পাবে চীনকে মোকাবিলায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিকল্প হিসেবে ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) প্রকল্প।

এমন সময়ে ট্রাম্প-মোদি বৈঠক হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত ৭ ফেব্রুয়ারি, ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় দেশটি। তাঁদের হাতকড়া ও পায়ে শিকল থাকায় বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়।  

ট্রাম্প-মোদির বৈঠকে আলোচনায় থাকবে অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য ইস্যু। এছাড়া প্রাধান্য পাবে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবিলার বিষয়টি। এক্ষেত্রে আলোচনায় থাকবে, বিআরআইয়ের বিকল্প হিসেবে  আইএমইসি প্রকল্প। যা ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত।   

ঋণের-ফাঁদ কূটনীতির জন্য সমালোচিত চীনের বিআরআই। অন্যদিকে, সাড়ে ৪ হাজার কিলোমিটারের বাণিজ্যপথের, আইএমইসি প্রকল্পকে স্বচ্ছ উদ্যোগ হিসেবে দেখা হয়। অংশগ্রহণকারী দেশ- ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইসরায়েল ও ইউরোপ- তাদের অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করে।  


আইএমইসি প্রকল্পের গুরুত্বপূর্ণ খেলোয়াড় গৌতম আদানির আদানি গ্রুপ। ইসরায়েলের হাইফা বন্দরে আদানি গ্রুপের বিপুল বিনিয়োগ ও ভালো নিয়ন্ত্রণ রয়েছে। ফলে সরাসরি চীনের অবকাঠামোগত আধিপত্যকে চ্যালেঞ্জ করে আদানি গ্রুপ।  

অতীতে ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্কারোপের হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারত উচ্চ শুল্কারোপ করে রেখেছে। তবে ভারত ট্রাম্পের পাল্টা শুল্কারোপ এড়াতেও আগ্রহী। আলোচনায় থাকবে এ বিষয়টিও।  

এদিকে গত শুক্রবার এক প্রেস কনফারেন্সে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ ইস্যুতেও আলোচনা হতে পারে। 

এর আগে, ২৭ জানুয়ারি ফোনালাপ করেন ট্রাম্প-মোদি। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় তাঁদের। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status