চলছে নাগা-পল্লবীর ‘থানডেল’ ঝড়!
নতুন সময় ডেস্ক
|
![]() চলছে নাগা-পল্লবীর ‘থানডেল’ ঝড়! মুক্তির পর নাগার ক্যারিয়ারের সেরা সময় শুরু হয়েছে বলা যায়। মুক্তির পর থানডেল আয় করেছে ২১ কোটি রুপি। ২০২১ সালে তেলেগু সিনেমা 'লাভ স্টোরি'-তে জুটি বেঁধে অভিনয় করেন নাগা ও পল্লবী। এরপরই তাদের নিয়ে আরো সিনেমার কথা ভাবতে শুরু করেন নির্মাতারা। ২০২৩ সালের ডিসেম্বরে আসে এ সিনেমার ঘোষণা। মুক্তির পর সাধারণ দর্শকের মতো বেশির ভাগ সমালোচকই পছন্দ করেছেন সিনেমাটি। তবে ছবির প্রচারে বেরিয়ে 'থানডেল' ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন নাগা, যা নিয়েও নেটদুনিয়ায় বিস্তর চর্চা হচ্ছে। ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেছিলেন নাগা। এই সিদ্ধান্ত তারা দুজনে মিলেই নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী। নাগা বলেন, 'আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।' |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |