|
জোড়া গোল করে নতুন উদযাপন রোনালদোর
নতুন সময় ডেস্ক
|
![]() জোড়া গোল করে নতুন উদযাপন রোনালদোর দাপট দেখিয়ে খেলা ম্যাচে ২৫ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন আলি আলহাসান। হাফটাইমের ঠিক আগে (৪৪ মিনিটে) পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এরপর ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল। ৮৮ মিনিটে ব্যবধান ৪-০ করেন মোহাম্মদ আল ফাতিল। শেষ পর্যন্ত এক হালি গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
