ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 January, 2025, 2:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 January, 2025, 2:22 PM

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি ট্রাম্পকে বলেছেন, সোদি আরব আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগকে কমপক্ষে ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সৌদির রাষ্ট্রীয় সংবাদসংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে ডন জানিয়েছে, বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সালমান। তিনি ফোনালাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প-সালমান সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাদের দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেছেন। 

তবে পরিকল্পিত বিনিয়োগের কোনো বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব বেছে নিতে পারেন। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ট্রাম্প জানান তিনি প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি সম্ভবত যাবেন তবে সৌদিকে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে হবে। এর আগে ২০১৭ সালে ক্ষমতায় বসার পর ট্রাম্প প্রথম বিদেশ সফরে যান সৌদি আরব। 

ওভাল অফিসে ট্রাম্প এক রিপোর্টারকে বলেন, তিনি সৌদি সফরে গিয়েছিলেন কারণ দেশটির সরকার শত শত বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয়েছিল। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি গতবার সৌদির সঙ্গে এমন করেছিলাম কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছিল। আমি আবার সৌদি সফরে যাবো তবে সৌদিকে আরও বেশি পণ্য কিনতে রাজি হতে হবে। 

এমন খবর প্রকাশিত হওয়ার পরেই সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানালো। 

বাইডেন প্রশাসনের আমলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা আসে। যদিও বাইডেন এই সম্পর্ক ঠিক করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। 

তবে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status