ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
গভীর রাতে শীতার্তদের মাঝে র‌্যাব-১ এর কম্বল বিতরণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 23 January, 2025, 2:11 PM

গভীর রাতে শীতার্তদের মাঝে র‌্যাব-১ এর কম্বল বিতরণ

গভীর রাতে শীতার্তদের মাঝে র‌্যাব-১ এর কম্বল বিতরণ

দেশের প্রতিকূল পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১ এর পক্ষ থেকে গাজীপুরে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ২০০টিরও বেশি কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, বাংলাদেশ আমার অহংকার র‍্যাবের এই শ্লোগানে অপরাধ দমন ও মানবিক কার্যক্রমে নিজেদের নিয়োজিত রেখেছে। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হয়। এসময় গাজীপুর নগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশন ও কোনাবাড়ী ফ্লাইওভার এলাকার আশেপাশে ছিন্নমূল, বাস্তুচ্চুত ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

প্রতিবছরের মতো এবারও শীতের প্রকোপে অসহায় মানুষদের দুর্ভোগ লাঘব করতে র‌্যাবের এই উদ্যোগ জনমনে প্রশংসা পেয়েছে। শীতবস্ত্র বিতরণের সময় র‌্যাব সদস্যরা জানান, মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকে তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টার বাস্তবায়ন করেছেন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এই কর্মসূচি সম্পর্কে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র‌্যাব সবসময় মানবিক সহায়তার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় গাজীপুরে এই শীতবস্ত্র বিতরণ তারই একটি উদাহরণ। দেশের যে কোনো দুর্যোগে আমরা জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর।

গভীর রাতেও র‌্যাবের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ছিন্নমূল ও দুঃস্থ মানুষ। তাদের মুখে ছিল স্বস্তির হাসি। র‌্যাবের এ ধরনের উদ্যোগ শীতার্তদের জন্য যেমন সহায়ক, তেমনি দেশের মানুষের কাছে এই বাহিনীর প্রতি আস্থা বাড়িয়ে তুলার ধারনা করছেন সংশ্লীষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status